10. তুমিই বাদশাহ্দের বিজয় প্রদান করে থাক,মারাত্মক তলোয়ার থেকে তোমার গোলাম দাউদকে রক্ষা করে থাক।
11. আমাকে উদ্ধার কর,সেই বিজাতি-সন্তানদের হাত থেকে রক্ষা কর,যাদের মুখে মিথ্যা কথা বলে,যাদের ডান হাত প্রতারণায় পূর্ণ।
12. আমাদের পুত্ররা যেন গাছের চারার মত যৌবনে বর্ধনশীল হয়,আমাদের কন্যারা যেন প্রাসাদের গাঁথনির অনুরূপে মসৃণ করা কোণের স্তম্ভের মত হয়;
13. আমাদের ভাণ্ডারগুলো যেন পরিপূর্ণ ও নানা রকম দ্রব্যবিশিষ্ট হয়;আমাদের ভেড়াগুলো যেন আমাদের মাঠে হাজার হাজার ও লক্ষ লক্ষ বাচ্চা প্রসব করে;
14. আমাদের সমস্ত বলদ যেন ভার বহন করে;ভগ্নদশা যেন না হয়, হানিও যেন না হয়,আমাদের কোন চকে যেন কান্নার শব্দ না ওঠে।