1. মাবুদ ধন্য হোন, তিনি আমার শৈল;তিনিই আমার হাতকে যুদ্ধ শিক্ষা দেন,আমার আঙ্গুলগুলোকে যুদ্ধ করতে শিক্ষা দেন।
2. তিনি আমার দয়াস্বরূপ ও আমার দুর্গ,আমার উচ্চদুর্গ ও আমার উদ্ধারকর্তা;তিনি আমার ঢাল, আমি তাঁর মধ্যেই আশ্রয় নিই;তিনি আমার লোকদেরকে আমার অধীনে নত করেন।
3. হে মাবুদ, মানুষ কি যে তুমি তার পরিচয় নাও?মানুষের সন্তানই কি যে তুমি তার বিষয়ে চিন্তা কর?
4. মানুষ তো নিশ্বাস মাত্র,তার আয়ু ছায়ার মত, যা চলে যায়।
5. হে মাবুদ, তোমার আসমান অবনত করে নেমে এসো;পর্বতমালাকে স্পর্শ কর, তারা ধূমায়িত হবে।
6. বিদ্যুৎ নিক্ষেপ কর, ওদেরকে ছিন্নভিন্ন কর,তোমার তীর নিক্ষেপ কর, ওদেরকে সংহার কর।
7. উপর থেকে তোমার হাত বাড়িয়ে দাও;আমাকে উদ্ধার কর, অতল জলধি থেকে রক্ষা কর,সেই বিজাতি-সন্তানদের হাত থেকে রক্ষা কর,
8. যাদের মুখ মিথ্যা কথা বলে,যাদের ডান হাত প্রতারণায় পূর্ণ।
9. হে আল্লাহ্, আমি তোমার উদ্দেশে নতুন গজল গাইব,দশতন্ত্রী নেবলে তোমার প্রশংসা গাইব।
10. তুমিই বাদশাহ্দের বিজয় প্রদান করে থাক,মারাত্মক তলোয়ার থেকে তোমার গোলাম দাউদকে রক্ষা করে থাক।