জবুর শরীফ 143:7-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. আমাকে শীঘ্র উত্তর দাও,হে মাবুদ, আমার উৎসাহ শেষ হয়েছে;আমার কাছ থেকে তোমার মুখ লুকিয়ে থাকা রেখো না,পাছে যারা গর্তে নেমে যাচ্ছে আমরা তাদের মত হয়ে পড়ি।

8. প্রাতে আমাকে তোমার অটল মহব্বতের কালাম শোনাও,কেননা তোমাতে আমি নির্ভর করছি;আমার গন্তব্য পথ আমাকে জানাও,কেননা আমি তোমার দিকে নিজের প্রাণ উত্তোলন করি।

9. হে মাবুদ, আমার দুশমনদের থেকে আমাকে নিস্তার কর;আমি তোমারই কাছে লুকিয়েছি।

10. তোমার ইচ্ছা পালন করতে আমাকে শিক্ষা দাও;কেননা তুমিই আমার আল্লাহ্‌;তোমার রূহ্‌ মঙ্গলময়, আমাকে সরল ভূমি দিয়ে চালাও।

জবুর শরীফ 143