জবুর শরীফ 142:1-5 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আমি চিৎকার করে মাবুদের কাছে কান্নাকাটি করি,আমি চিৎকার করে মাবুদের কাছে ফরিয়াদ করি।

2. আমি তাঁর কাছে আমার দুঃখের কথা ভেঙ্গে বলি,তাঁকে আমার সঙ্কটের কথা জানাই।

3. আমার রূহ্‌ যখন আমার মধ্যে অবসন্ন হয়েছিল,তখন তুমিই আমার পথ জানতে;আমার চলার পথে শত্রুরা গোপনে আমার জন্য ফাঁদ পেতেছে।

4. আমার দক্ষিণে নিরীক্ষণ করে দেখ,আমাকে চেনে এমন কেউই নেই,আমার আশ্রয় বিনষ্ট হল;কেউই আমার প্রাণের যত্ন নেয় না।

5. আমি তোমার কাছে কাঁদলাম, হে মাবুদ,আমি বললাম, তুমিই আমার আশ্রয়,তুমি জীবিতদের দেশে আমার অধিকার।

জবুর শরীফ 142