5. ধার্মিক লোক আমাকে প্রহার করুক,বিশ্বস্ত লোক আমাকে সংশোধন করুক,দুষ্টদের তেল আমাকে অভিষেক না করুক,কেননা সব সময় আমার মুনাজাত তাদের নাফরমানী কাজের বিরুদ্ধতা করবে।
6. ওদের শাসনকর্তাদের শৈলের পাশে ফেলে দেওয়া হোক,আর ওরা তখন শুনুক, আমার কথা কত মধুর।
7. ভূমির কর্ষক ও খননকারী যেমন করে,তেমনি পাতালের মুখে আমাদের সমস্ত অস্থি ছড়িয়ে পড়েছে।
8. বাস্তবিক, হে সার্বভৌম মাবুদ,আমার চোখ তোমার দিকে নিবদ্ধ;আমি তোমারই মধ্যে আশ্রয় নিয়েছি,আমার প্রাণ বিনষ্ট করো না।
9. আমার জন্য পাতা ফাঁদ থেকে,দুর্বৃত্তদের যন্ত্র থেকে,আমাকে রক্ষা কর।
10. দুষ্ট লোকেরা নিজেদেরই জালে নিজেরাই ধরা পড়ুক;সেই অবসরে আমি উত্তীর্ণ হব।