1. হে মাবুদ, দুর্বৃত্ত থেকে আমাকে উদ্ধার কর,দুর্জন থেকে আমাকে রক্ষা কর।
2. তারা মনে মনে দুষ্ট কল্পনা করে।প্রতিদিন যুদ্ধের উন্মাদনা সৃষ্টি করে।
3. তারা সাপের মত নিজ নিজ জিহ্বা ধারালো করেছে,তাদের ওষ্ঠাধরের নিম্নভাগে কালসাপের বিষ থাকে। [সেলা।]
4. হে মাবুদ, দুষ্টের হাত থেকে আমাকে পাহারা দাও,দুর্জন থেকে আমাকে রক্ষা কর;তারা আমার পা ফাঁদে ফেলবার সঙ্কল্প করেছে।