জবুর শরীফ 14:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. মূঢ় মনে মনে বলেছে, “আল্লাহ্‌ নেই”।তারা নষ্ট, তারা ঘৃণার কাজ করেছে;সৎকর্ম করে এমন কেউই নেই।

2. মাবুদ বেহেশত থেকে মানবজাতির প্রতি নিরীক্ষণ করলেন;দেখতে চাইলেন, বুদ্ধিপূর্বক কেউ চলে কি না,আল্লাহ্‌র খোঁজ করে এমন কেউ আছে কি না।

3. সকলে বিপথে গেছে, সকলেই একসঙ্গে খারাপ হয়ে গেছে;সৎকর্ম করে এমন কেউই নেই, এক জনও নেই।

জবুর শরীফ 14