5. তুমি আমার চারপাশ ঘিরে রেখেছে,আমার উপরে তোমার হাত রেখেছ।
6. এই জ্ঞান আমার কাছে অতি আশ্চর্য,তা উঁচু, আমার বোধের অগম্য।
7. আমি তোমার রূহ্ থেকে কোথায় যাব?তোমার সাক্ষাৎ থেকে কোথায় পালাব?
8. যদি বেহেশতে গিয়ে উঠি, সেখানে তুমি;যদি পাতালে বিছানা পাতি, সেখানেও তুমি।
9. যদি অরুণের পাখায় আরোহণ করি,যদি সমুদ্রের পরপ্রান্তে বাস করি,
10. সেখানেও তোমার হাত আমাকে চালাবে,তোমার ডান হাত আমাকে ধরবে।
11. যদি বলি, ‘আঁধার আমাকে ঢেকে ফেলবে,আমার চারদিকে আলোকময় রাত হবে’,
12. বাস্তবিক অন্ধকারও তোমার কাছে অন্ধকার নয়,বরং রাত দিনের মত উজ্জ্বল;অন্ধকার ও আলো উভয়ই সমান।
13. বস্তুত তুমিই আমার সকল কিছু সৃষ্টি করেছ;তুমি মাতৃগর্ভে আমাকে বুনেছিলে।