2. তুমিই আমার উপবেশন ও আমার উত্থান জান,তুমি দূর থেকে আমার সঙ্কল্প বুঝতে পার।
3. তুমি আমার পথ ও আমার শয়ন তদন্ত করে থাক,আমার সমস্ত পথ ভালভাবে জান।
4. যখন আমার জিহ্বাতে একটি কথাও নেই,হে মাবুদ, তুমি তার সবকিছুই জান।
5. তুমি আমার চারপাশ ঘিরে রেখেছে,আমার উপরে তোমার হাত রেখেছ।
6. এই জ্ঞান আমার কাছে অতি আশ্চর্য,তা উঁচু, আমার বোধের অগম্য।
7. আমি তোমার রূহ্ থেকে কোথায় যাব?তোমার সাক্ষাৎ থেকে কোথায় পালাব?
8. যদি বেহেশতে গিয়ে উঠি, সেখানে তুমি;যদি পাতালে বিছানা পাতি, সেখানেও তুমি।
9. যদি অরুণের পাখায় আরোহণ করি,যদি সমুদ্রের পরপ্রান্তে বাস করি,