5. তারা মাবুদের পথগুলোর বিষয় নিয়ে গজল গাইবে,কেননা মাবুদের গৌরব মহৎ।
6. কারণ মাবুদ উঁচু, তবুও অবনতের প্রতি দৃষ্টি রাখেন,কিন্তু গর্বিতকে দূর থেকে জানেন।
7. যদিও আমি সঙ্কটের মধ্য দিয়ে গমন করি,তবু তুমি আমাকে রক্ষা করে থাক আমার দুশমনদের ক্রোধের হাত থেকে;তুমি তোমার হাত বাড়িয়ে দাও,এবং তোমার দক্ষিণ হাত দিয়ে আমাকে উদ্ধার কর।
8. মাবুদ আমার পক্ষে সকলই সিদ্ধ করবেন;হে মাবুদ, তোমার অটল মহব্বত অনন্তকালস্থায়ী;তোমার স্বহস্তের কাজ পরিত্যাগ করো না।