4. আমরা কেমন করে বিজাতীয় ভূমিতেমাবুদের গজল গাইতে পারি?
5. জেরুশালেম, যদি আমি তোমাকে ভুলে যাই,আমার ডান হাতও আমাকে ভুলে যাক।
6. আমার জিহ্বা তালুতে সংলগ্ন হোক,যদি আমি তোমাকে মনে না করি,যদি আমার পরমানন্দ থেকে জেরুশালেমকে বেশি মহব্বত না করি।
7. হে মাবুদ, জেরুশালেমের পতনের দিনইদোম-সন্তানেরা কি করেছিল তা স্মরণ কর;তারা বলেছিল, ‘উৎপাটন কর, ওর মূল পর্যন্ত উৎপাটন কর।’