7. যিনি বড় বড় জ্যোতিষ্ক নির্মাণ করেছেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—
8. যিনি দিনে কর্তৃত্ব করবার জন্য সূর্য নির্মাণ করেছেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—
9. রাতে কর্তৃত্ব করবার জন্য চন্দ্র ও তারা নির্মাণ করেছেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—
10. যিনি মিসরের প্রথমজাতদের আঘাত করলেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—
11. এবং তাদের মধ্য থেকে ইসরাইলকে বের করে আনলেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—
12. শক্তিশালী হাত ও বাড়িয়ে দেওয়া বাহু দ্বারাই আনলেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—
13. যিনি লোহিত সাগরকে দু’ভাগ করলেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—