5. যিনি বুদ্ধি দ্বারা আসমান নির্মাণ করেছেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—
6. যিনি পানির উপরে দুনিয়া বিস্তার করেছেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—
7. যিনি বড় বড় জ্যোতিষ্ক নির্মাণ করেছেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—
8. যিনি দিনে কর্তৃত্ব করবার জন্য সূর্য নির্মাণ করেছেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—
9. রাতে কর্তৃত্ব করবার জন্য চন্দ্র ও তারা নির্মাণ করেছেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—
10. যিনি মিসরের প্রথমজাতদের আঘাত করলেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—
11. এবং তাদের মধ্য থেকে ইসরাইলকে বের করে আনলেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—
12. শক্তিশালী হাত ও বাড়িয়ে দেওয়া বাহু দ্বারাই আনলেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—
13. যিনি লোহিত সাগরকে দু’ভাগ করলেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—
14. এবং তার মধ্য দিয়ে ইসরাইলকে পার করলেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—
15. কিন্তু ফেরাউন ও তাঁর বাহিনীকে লোহিত সাগরে ঠেলে দিলেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—
16. যিনি নিজের প্রজাদেরকে মরুভূমির মধ্য দিয়ে গমন করালেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—
17. যিনি মহান বাদশাহ্দেরকে আঘাত করলেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—
18. প্রতাপান্বিত বাদশাহ্দেরকে হত্যা করলেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—
19. আমোরীয়দের বাদশাহ্ সীহোনকে,—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—
20. ও বাশনের বাদশাহ্ ওগকে হত্যা করলেন;—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—
21. এবং তাদের দেশ অধিকার হিসেবে দিলেন,—তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—