জবুর শরীফ 135:16-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

16. মুখ থাকতেও তারা কথা বলে না;চোখ থাকতেও দেখতে পায় না;

17. কান থাকতেও শুনতে পায় না;তাদের মুখে শ্বাসমাত্রও নেই।

18. যেমন তারা, তেমনি হবে তাদের নির্মাতারা,আর যে কেউ সেগুলোর উপর নির্ভর করে।

19. হে ইসরাইলের কুল, মাবুদের শুকরিয়া আদায় কর;হে হারুনের কুল, মাবুদের শুকরিয়া আদায় কর;

জবুর শরীফ 135