13. হে মাবুদ, তোমার নাম অনন্তকালস্থায়ী,হে মাবুদ, পুরুষানুক্রমে লোকেরা তোমাকে স্মরণ করবে।
14. কারণ মাবুদ তাঁর লোকদের বিচার করবেন,তাঁর গোলামদের উপরে সদয় হবেন।
15. জাতিদের সমস্ত মূর্তি রূপা ও সোনার তৈরি,সেগুলো মানুষের হাতের কাজ।
16. মুখ থাকতেও তারা কথা বলে না;চোখ থাকতেও দেখতে পায় না;
17. কান থাকতেও শুনতে পায় না;তাদের মুখে শ্বাসমাত্রও নেই।
18. যেমন তারা, তেমনি হবে তাদের নির্মাতারা,আর যে কেউ সেগুলোর উপর নির্ভর করে।
19. হে ইসরাইলের কুল, মাবুদের শুকরিয়া আদায় কর;হে হারুনের কুল, মাবুদের শুকরিয়া আদায় কর;
20. হে লেবির কুল, মাবুদের শুকরিয়া আদায় কর;হে মাবুদের ভয়কারীরা, মাবুদের শুকরিয়া আদায় কর।
21. মাবুদ ধন্য হোন সিয়োন থেকে,তিনি জেরুশালেমে বাস করেন।মাবুদের প্রশংসা হোক!