1. মাবুদের প্রশংসা হোক!মাবুদের নামের প্রশংসা কর,হে মাবুদের গোলামেরা, তোমরা তাঁর প্রশংসা কর;
2. তোমরা, যারা মাবুদের গৃহে দাঁড়িয়ে থাক,আমাদের আল্লাহ্র গৃহ-প্রাঙ্গণে দাঁড়িয়ে থাক।
3. মাবুদের প্রশংসা কর, কেননা মাবুদ মঙ্গলময়;তাঁর নামের উদ্দেশে কাওয়ালী কর, কেননা তা মনোহর।
4. কারণ মাবুদ তাঁর জন্য ইয়াকুবকে,নিজস্ব অধিকার বলে ইসরাইলকে মনোনীত করেছেন।
5. আমি তো জানি, মাবুদ মহান,আমাদের প্রভু সমস্ত দেবতার চেয়ে মহান।
6. মাবুদ যা ইচ্ছা করেছেন, তা-ই করেছেন,আসমানে, দুনিয়াতে, সমুদ্রগুলোতেও সমস্ত জলধি-মধ্যে করেছেন।