8. হে মাবুদ, উঠ, তোমার বিশ্রাম-স্থানে এসো,তুমি ও তোমার শক্তির সিন্দুক এসো।
9. তোমার ইমামরা ধার্মিকতা-পরিহিত হোক,তোমার ভক্তরা আনন্দগান করুক।
10. তুমি তোমার গোলাম দাউদের অনুরোধেতোমার অভিষিক্ত ব্যক্তিকে ফিরিয়ে দিও না।
11. মাবুদ দাউদের কাছে সত্যে কসম খেয়েছেন,তিনি তা থেকে ফিরবেন না,আমি তোমার নিজের বংশের এক জনকে তোমার সিংহাসনে বসাব।
12. তোমার সন্তানরা যদি পালন করেআমার নিয়ম, আর আমার নির্দেশ,যা আমি তাদেরকে হুকুম করি,তবে তাদের সন্তানরাও চিরতরেতোমার সিংহাসনে উপবিষ্ট থাকবে।
13. কারণ মাবুদ সিয়োনকে মনোনীত করেছেন,তিনি তাঁর নিবাসের জন্য তার আকাঙ্খা করেছেন।
14. এই আমার চিরকালের বিশ্রামস্থান,আমি এই স্থানে বাস করবো,যেহেতু তা-ই বাসনা করেছি।
15. আমি তার ভক্ষ্যে প্রচুর দোয়া করবো,তার দরিদ্রদেরকে খাদ্য দান করে তৃপ্ত করবো।
16. আমি তার ইমামদেরকেও উদ্ধারের পোশাক পরাব;তার ভক্তরা উচ্চৈঃস্বরে আনন্দগান করবে।
17. আমি সেখানে দাউদের জন্য একটি শৃঙ্গ নির্মাণ করবো;আমি আমার অভিষিক্ত ব্যক্তির জন্য একটি প্রদীপ সাজিয়েছি।
18. আমি তার দুশমনদেরকে লজ্জা-পরিহিত করবো;কিন্তু তার মাথায় মুকুট শোভা পাবে।