2. তিনি তো মাবুদের কাছে শপথ করেছিলেন,ইয়াকুবের এক বীরের কাছে মানত করেছিলেন;
3. আমি নিজের গৃহ-তাঁবুতে প্রবেশ করবো না,নিজের পালঙ্কে উঠবো না;
4. আমি নিজের চোখকে নিদ্রা যেতে দেব না,চোখের পাতাকে তন্দ্রা মগ্ন হতে দেব না,
5. যতদিন না দেখতে পাই মাবুদের জন্য একটি স্থান,ইয়াকুবের এক বীরের জন্য একটি আবাস।
6. দেখ, আমরা ইফ্রাথায় তার সংবাদ শুনেছিলাম,অরণ্যের ক্ষেতে তা পেয়েছি।
7. এসো, আমরা তাঁর আবাসে যাই,তাঁর পাদপীঠে সেজ্দা করি।
8. হে মাবুদ, উঠ, তোমার বিশ্রাম-স্থানে এসো,তুমি ও তোমার শক্তির সিন্দুক এসো।