জবুর শরীফ 130:4-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. কিন্তু তোমার কাছে মাফ আছে,যেন লোকে তোমাকে ভক্তিপূর্ণ ভয় করে।

5. আমি মাবুদের অপেক্ষা করছি;আমার প্রাণ অপেক্ষা করছে;আমি তাঁর কালামে প্রত্যাশা করছি।

6. প্রহরীরা যেরূপ প্রত্যুষের,হ্যাঁ, প্রহরীরা যেরূপ প্রত্যুষের জন্য আকাঙ্খী,আমার প্রাণ প্রভুর জন্য তার চেয়েও বেশি আকাঙ্খা করে।

7. ইসরাইল, মাবুদের উপর প্রত্যাশা রাখ;কেননা মাবুদের কাছে অটল মহব্বত আছে;আর তাঁর কাছে সমপূর্ণ মুক্তি আছে।

জবুর শরীফ 130