1. আমার বাল্যকাল থেকে লোকে আমার উপর অনেক জুলুম করেছে,—ইসরাইল এই কথা বলুক—
2. আমার বাল্যকাল থেকে লোকে আমার উপর অনেক জুলুম করেছে,তবুও আমার উপরে জয়ী হতে পারে নি।
3. কৃষকেরা আমার আমার পিঠ চষে ফেলেছে,তারা দীর্ঘ সীতা কেটেছে।
4. মাবুদ ধর্মময়;তিনি দুষ্টদের বাঁধন কেটে ফেলেছেন।