তৎকালে আমাদের মুখ হাস্যে পূর্ণ হল,আমাদের জিহ্বা আনন্দগানে পূর্ণ হল;তৎকালে জাতিদের মধ্যে লোকে বললো,মাবুদ ওদের জন্য অজস্র মহৎ কাজ করেছেন।