1. আমি আনন্দিত হলাম, যখন লোকে আমাকে বললো,চল, আমরা মাবুদের গৃহে যাই।
2. হে জেরুশালেম, তোমার দ্বারের ভিতরে আমাদের চরণ দণ্ডায়মান হল।
3. হে জেরুশালেম, তুমি নির্মিত হয়েছ একত্র সংযুক্ত নগরের মত।
4. সেই স্থানে বংশগুলো, মাবুদের বংশগুলো উঠে দাঁড়ায়,ইসরাইলকে দেওয়া নির্দেশের জন্য,মাবুদের নামের শুকরিয়া করার জন্য।