1. আমি পর্বতমালার দিকে চোখ তুলে তাকাব;কোথা থেকে আমার সাহায্য আসবে?
2. মাবুদ থেকে আমার সাহায্য আসে,তিনি আসমান ও দুনিয়ার নির্মাণকর্তা।
3. তিনি তোমার পা বিচলিত হতে দেবেন না,তোমার রক্ষক ঘুমে ঢুলে পড়বেন না।
4. দেখ, যিনি ইসরাইলের রক্ষক,তিনি ঘুমে ঢুলে পড়েন না, ঘুমানও না।
5. মাবুদই তোমার রক্ষক,মাবুদই তোমার ছায়া,তিনি তোমার দক্ষিণ পাশে আছেন।
6. দিনে সূর্য তোমাকে আঘাত করবে না,রাতে চন্দ্রও করবে না।