জবুর শরীফ 120:4-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. বীরের ধারালো তীরগুলো,ও রোতম কাঠের জলন্ত কয়লা।

5. হায় হায়, আমি মেশকে প্রবাস করছি,কায়দারের তাঁবুগুলোর কাছে বাস করছি।

6. বহুকাল আমার প্রাণ এমন ব্যক্তির সঙ্গে বসবাস করেছে,যে শান্তি ঘৃণা করে।

7. আমি শান্তিপ্রিয়,কিন্তু যখন কথা বলি, তখন ওরা যুদ্ধ চায়।

জবুর শরীফ 120