6. মাবুদের সমস্ত কালাম নির্মল কালাম;তা মাটির উপরে আগুনের চুল্লিতে খাঁটি করা রূপার মত,সাতবার পরিষ্কৃত রূপার মত।
7. হে মাবুদ, তুমিই তাদের রক্ষা করবে,চিরতরে এই কালের মানুষ থেকে উদ্ধার করবে।
8. দুষ্টরা চারদিকে ঘুরে বেড়ায়,যখন মানবজাতির মধ্যে নাফরমানী প্রশংসিত হয়।