91. আজও তোমার শাসন অনুসারে সকলই স্থির রয়েছে,কেননা সমস্তই তোমার গোলাম।
92. যদি তোমার শরীয়ত আমার হর্ষজনক না হত,তবে ইতোপূর্বে আমি আমার দুঃখে বিনষ্ট হতাম।
93. আমি তোমার আদেশমালা কখনও ভুলে যাব না,কারণ তা দ্বারা তুমি আমাকে সঞ্জীবিত করেছ।
94. আমি তোমারই, আমাকে নিস্তার কর;কারণ আমি তোমার আদেশমালা খোঁজ করেছি।
95. দুষ্টরা আমাকে বিনষ্ট করার জন্য আমার অপেক্ষা করেছে;আমি তোমার নির্দেশগুলো আলোচনা করবো।
96. আমি সমস্ত শুদ্ধতার সীমাবদ্ধতা দেখেছি;তোমার হুকুম অতিশয় প্রশস্ত।
97. আমি তোমার শরীয়ত কেমন ভালবাসি!তা সমস্ত দিন আমার ধ্যানের বিষয়।
98. তোমার সমস্ত হুকুম আমাকে দুশমনদের চেয়ে জ্ঞানবান করে;কারণ সেসব চিরকাল আমার।
99. আমার সমস্ত শিক্ষকের চেয়ে আমি জ্ঞানবান,কেননা আমি তোমার নির্দেশগুলো ধ্যান করি।