জবুর শরীফ 119:89-93 কিতাবুল মোকাদ্দস (BACIB)

89. অনন্তকালের জন্য, হে মাবুদ,তোমার কালাম বেহেশতে সংস্থাপিত।

90. তোমার বিশ্বস্ততা পুরুষানুক্রমে স্থায়ী;তুমি দুনিয়াকে স্থাপন করেছ, তা স্থির রয়েছে।

91. আজও তোমার শাসন অনুসারে সকলই স্থির রয়েছে,কেননা সমস্তই তোমার গোলাম।

92. যদি তোমার শরীয়ত আমার হর্ষজনক না হত,তবে ইতোপূর্বে আমি আমার দুঃখে বিনষ্ট হতাম।

93. আমি তোমার আদেশমালা কখনও ভুলে যাব না,কারণ তা দ্বারা তুমি আমাকে সঞ্জীবিত করেছ।

জবুর শরীফ 119