77. আমার প্রতি তোমার করুণা বর্তুক, যেন আমি বাঁচি;কেননা তোমার শরীয়ত আমার হর্ষজনক।
78. অহঙ্কারীরা লজ্জিত হোক,কেননা তারা মিথ্যা বলে আমার সর্বনাশ করেছে;কিন্তু আমি তোমার আদেশমালা ধ্যান করছি।
79. যারা তোমাকে ভয় করে, তারা যেন আমার প্রতি ফিরে আসে,আর তারা তোমার নির্দেশগুলো বুঝবে।
80. আমার দিল তোমার বিধিতে সিদ্ধ হোক,যেন আমি লজ্জিত না হই।
81. তোমার উদ্ধারের প্রতীক্ষায় আমার প্রাণ ক্ষীণ হয়,আমি তোমার কালামের অপেক্ষা করি।
82. তোমার নির্দেশের প্রতীক্ষায় আমার চোখ ক্ষীণ হয়,আমি বলি, তুমি কখন আমাকে সান্ত্বনা দেবে?
83. কারণ আমি ধোঁয়া ভরা কুপার মত হয়েছি;তবুও তোমার বিধি ভুলে যাই নি।
84. তোমার গোলাম আর কতকাল কষ্টভোগ করবে?কবে আমার তাড়নাকারীদের বিচার করবে?
85. অহঙ্কারীরা আমার জন্য গর্ত খুঁড়েছে,তারা তোমার শরীয়তের অনুগামী নয়।
86. তোমার সমস্ত হুকুম বিশ্বাসযোগ্য;লোকে মিথ্যা বলে আমাকে তাড়না করে;আমাকে সাহায্য কর।
87. ওরা দুনিয়াতে আমাকে প্রায় নিঃশেষ করেছিল,কিন্তু আমি তোমার আদেশমালা ত্যাগ করি নি।
88. তোমার অটল মহব্বত অনুসারে আমাকে সঞ্জীবিত কর,তাতে আমি তোমার মুখের নির্দেশ পালন করবো।
89. অনন্তকালের জন্য, হে মাবুদ,তোমার কালাম বেহেশতে সংস্থাপিত।
90. তোমার বিশ্বস্ততা পুরুষানুক্রমে স্থায়ী;তুমি দুনিয়াকে স্থাপন করেছ, তা স্থির রয়েছে।
91. আজও তোমার শাসন অনুসারে সকলই স্থির রয়েছে,কেননা সমস্তই তোমার গোলাম।
92. যদি তোমার শরীয়ত আমার হর্ষজনক না হত,তবে ইতোপূর্বে আমি আমার দুঃখে বিনষ্ট হতাম।
93. আমি তোমার আদেশমালা কখনও ভুলে যাব না,কারণ তা দ্বারা তুমি আমাকে সঞ্জীবিত করেছ।
94. আমি তোমারই, আমাকে নিস্তার কর;কারণ আমি তোমার আদেশমালা খোঁজ করেছি।