জবুর শরীফ 119:68-72 কিতাবুল মোকাদ্দস (BACIB)

68. তুমি মঙ্গলময় ও মঙ্গলকারী,তোমার বিধিগুলো আমাকে শিক্ষা দাও।

69. অহঙ্কারীরা আমার বিরুদ্ধে মিথ্যা কথা রচনা করেছে,আমি সর্বান্তঃকরণে তোমার আদেশমালা পালন করবো।

70. ওদের অন্তঃকরণ চর্বির মত স্থূল;কিন্তু আমি তোমার শরীয়তে আনন্দ করি।

71. আমি যে দুঃখার্ত হয়েছি, এই আমার পক্ষে উত্তম,যেন আমি তোমার বিধি শিখতে পাই।

72. তোমার মুখের শরীয়ত আমার পক্ষে উত্তম,হাজার হাজার সোনার ও রূপার মুদ্রার চেয়ে উত্তম।

জবুর শরীফ 119