জবুর শরীফ 119:64-70 কিতাবুল মোকাদ্দস (BACIB)

64. তোমার অটল মহব্বতে, হে মাবুদ, দুনিয়া পরিপূর্ণ,আমাকে তোমার বিধিগুলো শিক্ষা দাও।  

65. তুমি তোমার গোলামের প্রতি মঙ্গল ব্যবহার করেছ,হে মাবুদ, তোমার কালাম অনুসারে করেছ।

66. উত্তম বিচার ও জ্ঞান আমাকে শিখাও,কেননা আমি তোমার আদেশগুলোতে বিশ্বাস করে আসছি।

67. দুঃখার্ত হবার আগে আমি ভ্রান্ত ছিলাম,কিন্তু এখন তোমার কালাম পালন করছি।

68. তুমি মঙ্গলময় ও মঙ্গলকারী,তোমার বিধিগুলো আমাকে শিক্ষা দাও।

69. অহঙ্কারীরা আমার বিরুদ্ধে মিথ্যা কথা রচনা করেছে,আমি সর্বান্তঃকরণে তোমার আদেশমালা পালন করবো।

70. ওদের অন্তঃকরণ চর্বির মত স্থূল;কিন্তু আমি তোমার শরীয়তে আনন্দ করি।

জবুর শরীফ 119