60. আমি তৎপর হলাম, বিলম্ব করলাম না,তোমার সমস্ত হুকুম পালন করার জন্য।
61. দুষ্টদের দড়ি আমাকে জড়িয়ে ধরেছে,আমি তোমার শরীয়ত ভুলে যাই নি।
62. আমি মধ্যরাত্রে তোমার প্রশংসা করতে উঠবো,তোমার ধর্মময় অনুশাসনগুলোর জন্য।
63. আমি সেই সবের সখা, যারা তোমাকে ভয় করে,এবং যারা তোমার আদেশমালা পালন করে।
64. তোমার অটল মহব্বতে, হে মাবুদ, দুনিয়া পরিপূর্ণ,আমাকে তোমার বিধিগুলো শিক্ষা দাও।
65. তুমি তোমার গোলামের প্রতি মঙ্গল ব্যবহার করেছ,হে মাবুদ, তোমার কালাম অনুসারে করেছ।
66. উত্তম বিচার ও জ্ঞান আমাকে শিখাও,কেননা আমি তোমার আদেশগুলোতে বিশ্বাস করে আসছি।
67. দুঃখার্ত হবার আগে আমি ভ্রান্ত ছিলাম,কিন্তু এখন তোমার কালাম পালন করছি।
68. তুমি মঙ্গলময় ও মঙ্গলকারী,তোমার বিধিগুলো আমাকে শিক্ষা দাও।
69. অহঙ্কারীরা আমার বিরুদ্ধে মিথ্যা কথা রচনা করেছে,আমি সর্বান্তঃকরণে তোমার আদেশমালা পালন করবো।