60. আমি তৎপর হলাম, বিলম্ব করলাম না,তোমার সমস্ত হুকুম পালন করার জন্য।
61. দুষ্টদের দড়ি আমাকে জড়িয়ে ধরেছে,আমি তোমার শরীয়ত ভুলে যাই নি।
62. আমি মধ্যরাত্রে তোমার প্রশংসা করতে উঠবো,তোমার ধর্মময় অনুশাসনগুলোর জন্য।
63. আমি সেই সবের সখা, যারা তোমাকে ভয় করে,এবং যারা তোমার আদেশমালা পালন করে।