54. তোমার বিধিগুলো হয়েছে আমার গজলযেখানেই অমি আমার বাসগৃহ তৈরি করি।
55. হে মাবুদ, আমি রাতের বেলায় তোমার নাম স্মরণ করেছি,ও তোমার শরীয়ত পালন করেছি।
56. এই দোয়া আমার উপর বর্ষিত হয়েছে যে,আমি তোমার আদেশমালা পালন করেছি।
57. মাবুদ আমার অধিকার;আমি বলেছি, আমি তোমার সমস্ত কালাম পালন করবো।
58. আমি সর্বান্তঃকরণে তোমার মুখের প্রসন্নতা লক্ষ্য করেছি;তোমার প্রতিজ্ঞানুসারে আমার প্রতি রহম কর।
59. আমি নিজের পথগুলো বিবেচনা করলাম,ও তোমার নির্দেশগুলোর প্রতি আমার চরণ ফিরালাম।
60. আমি তৎপর হলাম, বিলম্ব করলাম না,তোমার সমস্ত হুকুম পালন করার জন্য।
61. দুষ্টদের দড়ি আমাকে জড়িয়ে ধরেছে,আমি তোমার শরীয়ত ভুলে যাই নি।
62. আমি মধ্যরাত্রে তোমার প্রশংসা করতে উঠবো,তোমার ধর্মময় অনুশাসনগুলোর জন্য।
63. আমি সেই সবের সখা, যারা তোমাকে ভয় করে,এবং যারা তোমার আদেশমালা পালন করে।
64. তোমার অটল মহব্বতে, হে মাবুদ, দুনিয়া পরিপূর্ণ,আমাকে তোমার বিধিগুলো শিক্ষা দাও।
65. তুমি তোমার গোলামের প্রতি মঙ্গল ব্যবহার করেছ,হে মাবুদ, তোমার কালাম অনুসারে করেছ।
66. উত্তম বিচার ও জ্ঞান আমাকে শিখাও,কেননা আমি তোমার আদেশগুলোতে বিশ্বাস করে আসছি।
67. দুঃখার্ত হবার আগে আমি ভ্রান্ত ছিলাম,কিন্তু এখন তোমার কালাম পালন করছি।
68. তুমি মঙ্গলময় ও মঙ্গলকারী,তোমার বিধিগুলো আমাকে শিক্ষা দাও।
69. অহঙ্কারীরা আমার বিরুদ্ধে মিথ্যা কথা রচনা করেছে,আমি সর্বান্তঃকরণে তোমার আদেশমালা পালন করবো।
70. ওদের অন্তঃকরণ চর্বির মত স্থূল;কিন্তু আমি তোমার শরীয়তে আনন্দ করি।
71. আমি যে দুঃখার্ত হয়েছি, এই আমার পক্ষে উত্তম,যেন আমি তোমার বিধি শিখতে পাই।
72. তোমার মুখের শরীয়ত আমার পক্ষে উত্তম,হাজার হাজার সোনার ও রূপার মুদ্রার চেয়ে উত্তম।