জবুর শরীফ 119:51-58 কিতাবুল মোকাদ্দস (BACIB)

51. অহঙ্কারীরা আমাকে অতিশয় বিদ্রূপ করেছে,তোমার শরীয়ত থেকে আমি বিমুখ হই নি।

52. হে মাবুদ, আমি তোমার পূর্বকালের সমস্ত অনুশাসন স্মরণ করেছি,আর সান্ত্বনা পেয়েছি।

53. দুষ্টদের বিষয়ে আমার ক্রোধ জ্বলে উঠলো,কেননা তারা তোমার শরীয়ত ত্যাগ করে।

54. তোমার বিধিগুলো হয়েছে আমার গজলযেখানেই অমি আমার বাসগৃহ তৈরি করি।

55. হে মাবুদ, আমি রাতের বেলায় তোমার নাম স্মরণ করেছি,ও তোমার শরীয়ত পালন করেছি।

56. এই দোয়া আমার উপর বর্ষিত হয়েছে যে,আমি তোমার আদেশমালা পালন করেছি।

57. মাবুদ আমার অধিকার;আমি বলেছি, আমি তোমার সমস্ত কালাম পালন করবো।

58. আমি সর্বান্তঃকরণে তোমার মুখের প্রসন্নতা লক্ষ্য করেছি;তোমার প্রতিজ্ঞানুসারে আমার প্রতি রহম কর।

জবুর শরীফ 119