41. আমার প্রতি তোমার অটল মহব্বত বর্তুক,হে মাবুদ, তোমার প্রতিজ্ঞা অনুসারে তোমার উদ্ধার বর্তুক।
42. তবে আমি আমার দুর্নামকারীকে জবাব দিতে পারব,কেননা আমি তোমার কালামে নির্ভর করছি।
43. আর আমার মুখ থেকে সত্যের কালাম নিঃশেষে হরণ করো না,কেননা আমি তোমার অনুশাসনগুলোর অপেক্ষা করছি।
44. আমি সতত তোমার শরীয়ত পালন করবো,যুগে যুগে চিরকাল করবো।
45. আর আমি প্রশস্ত স্থানে যাতায়াত করবো,কেননা আমি তোমার আদেশমালার খোঁজ করেছি।
46. আমি বাদশাহ্দের সাক্ষাতেও তোমার নির্দেশগুলোর কথা বলবো,আর আমি লজ্জিত হব না।
47. আমি তোমার আদেশগুলোতে আনন্দ করবো,সেসব আমি ভালবাসি।
48. আমি তোমার হুকুমগুলোকে সম্মান করি,সেসব আমি ভালবাসি,আমি তোমার বিধিগুলো ধ্যান করবো।
49. তোমার গোলামের পক্ষে সেই কালাম স্মরণ কর,যা দ্বারা তুমি আমাকে প্রত্যাশাযুক্ত করেছ।