4. তুমি তোমার আদেশমালা হুকুম করেছ,যেন আমরা যত্নপূর্বক তা পালন করি।
5. আহা! আমার সমস্ত পথ সুস্থির হোক,যেন আমি তোমার বিধিগুলো পালন করি।
6. তখন আমি লজ্জিত হব না,যখন তোমার সমস্ত হুকুমের প্রতি দৃষ্টি রাখি।
7. যখন তোমার ধর্মময় অনুশাসনগুলো শিক্ষা করি,তখন আমি সরল অন্তরে তোমার প্রশংসা করবো।