28. আমার প্রাণ দুঃখে গলে পড়ছে,তোমার কালাম অনুসারে আমাকে উঠাও।
29. আমার কাছ থেকে মিথ্যার পথ দূর কর,কৃপা করে তোমার শরীয়ত আমাকে শিক্ষা দাও।
30. আমি বিশ্বস্ততার পথ মনোনীত করেছি,আমি তোমার সমস্ত অনুশাসন সম্মুখে রেখেছি।
31. আমি তোমার নির্দেশগুলোতে আসক্ত;হে মাবুদ, আমাকে লজ্জিত করো না।
32. আমি তোমার নির্দেশিত পথে দৌড়াব,কেননা তুমি আমার হৃদয় প্রশস্ত করছে।
33. হে মাবুদ, তোমার বিধি-পথ আমাকে দেখাও,আর আমি শেষ পর্যন্ত তা পালন করবো।
34. আমাকে বিবেচনা দাও,আমি তোমার শরীয়ত মানব,সর্বান্তঃকরণে তা পালন করবো।
35. তোমার নির্দেশিত পথে আমাকে গমন করাও,কারণ তাতেই আমার প্রীতি।
36. তোমার নির্দেশগুলোর প্রতি আমার হৃদয় ফিরাও,লোভের প্রতি আমার হৃদয়কে ফিরতে দিও না।
37. মূল্যহীন দর্শন থেকে আমার চোখ ফিরাও,তোমার পথে আমাকে সঞ্জীবিত কর।
38. তোমার গোলামের পক্ষে সফল কর তোমার প্রতিজ্ঞা,যারা তোমাকে ভক্তিপূর্ণ ভয় করে তাদের পক্ষে তা সফল কর।
39. দূর কর আমার দুর্নাম, যার বিষয় আমি ভয় করি,কেননা তোমার সমস্ত অনুশাসন উত্তম।
40. দেখ, আমি তোমার আদেশমালা আকাঙ্খা করে আসছি,তোমার ধর্মশীলতায় আমাকে সঞ্জীবিত কর।
41. আমার প্রতি তোমার অটল মহব্বত বর্তুক,হে মাবুদ, তোমার প্রতিজ্ঞা অনুসারে তোমার উদ্ধার বর্তুক।
42. তবে আমি আমার দুর্নামকারীকে জবাব দিতে পারব,কেননা আমি তোমার কালামে নির্ভর করছি।