27. তোমার আদেশমালা আমাকে বুঝিয়ে দাও,আমি তোমার অলৌকিক সমস্ত কাজ ধ্যান করবো।
28. আমার প্রাণ দুঃখে গলে পড়ছে,তোমার কালাম অনুসারে আমাকে উঠাও।
29. আমার কাছ থেকে মিথ্যার পথ দূর কর,কৃপা করে তোমার শরীয়ত আমাকে শিক্ষা দাও।
30. আমি বিশ্বস্ততার পথ মনোনীত করেছি,আমি তোমার সমস্ত অনুশাসন সম্মুখে রেখেছি।