169. হে মাবুদ, আমার কাতরোক্তি তোমার কাছে উপস্থিত হোক,তোমার কালাম অনুসারে আমাকে বুদ্ধি দাও।
170. আমার ফরিয়াদ তোমার সম্মুখে উপস্থিত হোক,তোমার প্রতিজ্ঞা অনুসারে আমাকে উদ্ধার কর।
171. আমার ওষ্ঠাধর প্রশংসা করুক,কারণ তুমি আমাকে তোমার সমস্ত বিধি শিক্ষা দিচ্ছ।
172. আমার জিহ্বা তোমার মহিমা ঘোষণা করবে,যেহেতু তোমার সমস্ত হুকুম ধর্মময়।
173. তোমার হাত আমার সহকারী হোক;কেননা আমি তোমার আদেশমালা মান্য করেছি।
174. হে মাবুদ, আমি তোমার উদ্ধারের আকাঙ্খা করেছি,এবং তোমার শরীয়ত আমার হর্ষজনক।
175. আমার প্রাণ জীবিত থাকুক,সে তোমার প্রশংসা করবে,আর তোমার সমস্ত অনুশাসন আমার সহকারী হোক।
176. আমি হারানো ভেড়ার মত ভ্রান্ত হয়েছি;নিজের গোলামের খোঁজ কর;কেননা আমি তোমার হুকুমনামা ভুলে যাই নি।