168. আমি তোমার আদেশমালা ও নির্দেশগুলো পালন করেছি;কারণ আমার সমস্ত পথ তোমারই সম্মুখে।
169. হে মাবুদ, আমার কাতরোক্তি তোমার কাছে উপস্থিত হোক,তোমার কালাম অনুসারে আমাকে বুদ্ধি দাও।
170. আমার ফরিয়াদ তোমার সম্মুখে উপস্থিত হোক,তোমার প্রতিজ্ঞা অনুসারে আমাকে উদ্ধার কর।