165. যারা তোমার শরীয়ত ভালবাসে,তাদের পরম শান্তি হয়, তাদের হোঁচট লাগে না।
166. মাবুদ, আমি তোমার উদ্ধারের প্রত্যাশা করেছি,ও তোমার সমস্ত হুকুম পালন করেছি।
167. আমার প্রাণ তোমার নির্দেশগুলো পালন করেছে,আমি সেসব অতিশয় মহব্বত করি।
168. আমি তোমার আদেশমালা ও নির্দেশগুলো পালন করেছি;কারণ আমার সমস্ত পথ তোমারই সম্মুখে।
169. হে মাবুদ, আমার কাতরোক্তি তোমার কাছে উপস্থিত হোক,তোমার কালাম অনুসারে আমাকে বুদ্ধি দাও।