জবুর শরীফ 119:160-164 কিতাবুল মোকাদ্দস (BACIB)

160. তোমার কালামের সমষ্টি সত্য,তোমার ধর্মময় প্রত্যেক অনুশাসন চিরস্থায়ী।

161. শাসনকর্তারা অকারণে আমাকে তাড়না করেছে,কিন্তু আমার মন তোমার কালামগুলোতে ভীত হয়।

162. আমি তোমার কালামে আনন্দ করি,যেমন মহালুট পেলে লোকে আনন্দ করে।

163. আমি মিথ্যাকে হিংসা করি, ঘৃণা করি,তোমার শরীয়ত ভালবাসি।

164. আমি দিনে সাতবার তোমার প্রশংসা করি,তোমার ধর্মময় অনুশাসনগুলোর জন্য।

জবুর শরীফ 119