জবুর শরীফ 119:158-161 কিতাবুল মোকাদ্দস (BACIB)

158. আমি বিশ্বাসঘাতকদেরকে দেখে ঘৃণা করলাম,কারণ তারা তোমার কালাম পালন করে না।

159. দেখ, আমি তোমার আদেশমালা কেমন ভালবাসি।মাবুদ, তোমার অটল মহব্বত অনুসারে আমাকে সঞ্জীবিত কর।

160. তোমার কালামের সমষ্টি সত্য,তোমার ধর্মময় প্রত্যেক অনুশাসন চিরস্থায়ী।

161. শাসনকর্তারা অকারণে আমাকে তাড়না করেছে,কিন্তু আমার মন তোমার কালামগুলোতে ভীত হয়।

জবুর শরীফ 119