157. আমার তাড়নাকারী ও বিপক্ষ অনেক,[তবুও] আমি তোমার নির্দেশগুলো থেকে বিপথগামী হই নি।
158. আমি বিশ্বাসঘাতকদেরকে দেখে ঘৃণা করলাম,কারণ তারা তোমার কালাম পালন করে না।
159. দেখ, আমি তোমার আদেশমালা কেমন ভালবাসি।মাবুদ, তোমার অটল মহব্বত অনুসারে আমাকে সঞ্জীবিত কর।
160. তোমার কালামের সমষ্টি সত্য,তোমার ধর্মময় প্রত্যেক অনুশাসন চিরস্থায়ী।