155. উদ্ধার দুষ্টরা থেকে দূরবর্তী,কারণ তারা তোমার বিধিগুলোর খোঁজ করে না।
156. হে মাবুদ, তোমার করুণা বহুবিধ;তোমার সমস্ত শাসন অনুসারে আমাকে সঞ্জীবিত কর।
157. আমার তাড়নাকারী ও বিপক্ষ অনেক,[তবুও] আমি তোমার নির্দেশগুলো থেকে বিপথগামী হই নি।
158. আমি বিশ্বাসঘাতকদেরকে দেখে ঘৃণা করলাম,কারণ তারা তোমার কালাম পালন করে না।
159. দেখ, আমি তোমার আদেশমালা কেমন ভালবাসি।মাবুদ, তোমার অটল মহব্বত অনুসারে আমাকে সঞ্জীবিত কর।
160. তোমার কালামের সমষ্টি সত্য,তোমার ধর্মময় প্রত্যেক অনুশাসন চিরস্থায়ী।
161. শাসনকর্তারা অকারণে আমাকে তাড়না করেছে,কিন্তু আমার মন তোমার কালামগুলোতে ভীত হয়।
162. আমি তোমার কালামে আনন্দ করি,যেমন মহালুট পেলে লোকে আনন্দ করে।
163. আমি মিথ্যাকে হিংসা করি, ঘৃণা করি,তোমার শরীয়ত ভালবাসি।
164. আমি দিনে সাতবার তোমার প্রশংসা করি,তোমার ধর্মময় অনুশাসনগুলোর জন্য।
165. যারা তোমার শরীয়ত ভালবাসে,তাদের পরম শান্তি হয়, তাদের হোঁচট লাগে না।
166. মাবুদ, আমি তোমার উদ্ধারের প্রত্যাশা করেছি,ও তোমার সমস্ত হুকুম পালন করেছি।
167. আমার প্রাণ তোমার নির্দেশগুলো পালন করেছে,আমি সেসব অতিশয় মহব্বত করি।
168. আমি তোমার আদেশমালা ও নির্দেশগুলো পালন করেছি;কারণ আমার সমস্ত পথ তোমারই সম্মুখে।