জবুর শরীফ 119:146-150 কিতাবুল মোকাদ্দস (BACIB)

146. আমি তোমাকে ডেকেছি, আমাকে নিস্তার কর,তাতে আমি তোমার নির্দেশগুলো পালন করবো।

147. আমি প্রভাতের আগেও উঠে আর্তনাদ করলাম,আমি তোমার কালামে ভরসা স্থাপন করেছি।

148. আমার চোখ সমস্ত রাত উন্মীলিত ছিল,যেন তোমার প্রতিজ্ঞাগুলো ধ্যান করতে পারি।

149. তোমার অটল মহব্বত অনুসারে আমার কথা শোন;হে মাবুদ, তোমার শাসন অনুসারে আমাকে সঞ্জীবিত কর।

150. কুকর্মের অনুগামীরা নিকটবর্তী;তারা তোমার শরীয়ত থেকে দূরবর্তী।

জবুর শরীফ 119