144. তোমার নির্দেশগুলো অনন্তকাল ধরে ধর্মময়;আমাকে বুদ্ধি দাও, তাতে আমি বাঁচব।
145. আমি সর্বান্তঃকরণে ডেকেছি;হে মাবুদ, আমাকে উত্তর দাও,আমি তোমার বিধিগুলো পালন করবো।
146. আমি তোমাকে ডেকেছি, আমাকে নিস্তার কর,তাতে আমি তোমার নির্দেশগুলো পালন করবো।
147. আমি প্রভাতের আগেও উঠে আর্তনাদ করলাম,আমি তোমার কালামে ভরসা স্থাপন করেছি।
148. আমার চোখ সমস্ত রাত উন্মীলিত ছিল,যেন তোমার প্রতিজ্ঞাগুলো ধ্যান করতে পারি।
149. তোমার অটল মহব্বত অনুসারে আমার কথা শোন;হে মাবুদ, তোমার শাসন অনুসারে আমাকে সঞ্জীবিত কর।
150. কুকর্মের অনুগামীরা নিকটবর্তী;তারা তোমার শরীয়ত থেকে দূরবর্তী।
151. হে মাবুদ, তুমিই নিকটবর্তী,আর তোমার সমস্ত হুকুম সত্য।
152. আমি তোমার নির্দেশগুলোর দ্বারা আগে থেকে জানি,তুমি চিরতরে সে সমস্ত স্থাপন করেছ।
153. আমার দুঃখ দেখ, আমাকে উদ্ধার কর,কেননা আমি তোমার শরীয়ত ভুলে যাই নি।
154. আমার ঝগড়া নিষ্পত্তি কর, আমাকে মুক্ত কর,তোমার কালাম অনুসারে আমাকে সঞ্জীবিত কর।
155. উদ্ধার দুষ্টরা থেকে দূরবর্তী,কারণ তারা তোমার বিধিগুলোর খোঁজ করে না।
156. হে মাবুদ, তোমার করুণা বহুবিধ;তোমার সমস্ত শাসন অনুসারে আমাকে সঞ্জীবিত কর।