139. আমার গভীর আগ্রহ আমাকে গ্রাস করেছে,কারণ আমার দুশমনরা তোমার সমস্ত কালাম ভুলে গেছে।
140. তোমার কালাম অতীব পরীক্ষাসিদ্ধ,তাই তোমার গোলাম তা মহব্বত করে।
141. আমি ক্ষুদ্র ও অবজ্ঞাত,[কিন্তু] আমি তোমার আদেশমালা ভুলে যাই নি।
142. তোমার ধর্মশীলতা চিরস্থায়ী,আর তোমার শরীয়ত সত্য।
143. সঙ্কট ও দুর্দশা আমাকে পেয়ে বসেছে,[তবুও] তোমার সমস্ত হুকুম আমার আনন্দদায়ক।
144. তোমার নির্দেশগুলো অনন্তকাল ধরে ধর্মময়;আমাকে বুদ্ধি দাও, তাতে আমি বাঁচব।
145. আমি সর্বান্তঃকরণে ডেকেছি;হে মাবুদ, আমাকে উত্তর দাও,আমি তোমার বিধিগুলো পালন করবো।
146. আমি তোমাকে ডেকেছি, আমাকে নিস্তার কর,তাতে আমি তোমার নির্দেশগুলো পালন করবো।