137. হে মাবুদ, তুমি ধর্মময় ও তোমার সমস্ত বিচার ন্যায্য।
138. তুমি ধর্মশীলতায় এবং অতীব বিশ্বস্ততায়তোমার নির্দেশগুলো হুকুম করেছ।
139. আমার গভীর আগ্রহ আমাকে গ্রাস করেছে,কারণ আমার দুশমনরা তোমার সমস্ত কালাম ভুলে গেছে।
140. তোমার কালাম অতীব পরীক্ষাসিদ্ধ,তাই তোমার গোলাম তা মহব্বত করে।