জবুর শরীফ 119:13-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

13. আমি ওষ্ঠাধরে বর্ণনা করেছিতোমার মুখের সমস্ত অনুশাসন।

14. আমি তোমার নির্দেশ-পথে আমোদ করেছি,যেমন ধন-সম্পদে লোকে আনন্দ করে।

15. আমি তোমার আদেশমালা ধ্যান করবো,তোমার সকল পথের প্রতি দৃষ্টি রাখবো।

16. আমি তোমার বিধিগুলোতে উল্লসিত হব,তোমার কালাম ভুলে যাব না।  

17. তোমার গোলামের মঙ্গল কর, যেন আমি বাঁচি,তা হলে আমি তোমার কালাম পালন করবো।

জবুর শরীফ 119